বিজয়ের বাংলা:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন,উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যেভাবে দৈনন্দিন জীবনের খরচ বাড়ছে তার প্রভাব থেকে নিম্ন আয়ের মানুষদের রক্ষার লড়াইও চলবে।গতকাল বুধবার
সংসদীয় গ্রুপের সভায় এরদোগান এসব কথা বলেন বলে জানা যায়।সংবাদটি হুররিয়াত ডেইলি নিউজের।এরদোগান বলেন,আমরা মুদ্রাস্ফীতির কারণে আমাদের শ্রমিকদের সুরক্ষার চেষ্টা অব্যাহত রেখেছি। ন্যূনতম বেতন নির্ধারণ করে দিয়ে
আমরা নিম্ন আয়ের লোকদের বোঝা হালকা করবো।এরদোগান আরো বলেন, সুদের হারের সমস্যা থেকে আমাদের নাগরিকদের রক্ষা করবো। এর কোনো বিকল্প নেই। বিদেশি মুদ্রার বিপরীতে তুর্কি লিরার মান কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সুদের
হার কমানো হবে নাকি বর্তমানে যা আছে তাই থাকবে— এই বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে তুর্কি প্রেসিডেন্টের এই বক্তব্য এলো। তবে তিনি কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার নিয়ে কোনো চাপ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সংসদে এক সংবাদিক এরদোগানের
বক্তব্যকে সুদের হার কমার ইঙ্গিত হিসেবে ধরা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক কি স্বাধীন সংস্থা নয়? তাহলে, তাদেরই সিদ্ধান্ত নিতে দিন। এসময় এরদোগান সেসব ব্যবসায়ী গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনা করেন যারা কম সুদহারে ঋণ নিতে অনাগ্রহী। তিনি
বলেন, আমি এসব ব্যবসায়ীদের কোনোমতে বুঝে উঠতে পারি না। তারা সুদহার বাড়াতে বলেন। তোমরা কোন ধরনের ব্যবসায়ী? এখানে কম সুদে ঋণ রয়েছে, তোমরা কেন তা নাও না? বিশ্বের অন্যান্য দেশের মতো তুরস্ক অর্থনৈতিক সংকট পার করলেও দেশের ভবিষ্যত উজ্জ্বল বলে জানান এরদোগান।