নিম্নবিত্তদের জীবনযাপন উন্নত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভার এবং ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ৬ লেনে উন্নীত সড়কের উদ্বোধনী শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। কালশী বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য কাজ করছে বর্তমান সরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। আমার দেশের অর্থ
অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব সেই মানসিকতা আমাদের নেই। সেই শিক্ষা আমার বাবা-মা আমাকে দেয়নি। দেশের মানুষের ভাগ্য গড়াই আমার লক্ষ্য।’