1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নিজ সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন কুবির গণিত বিভাগের শিক্ষক! - ২৪ ঘন্টাই খবর

নিজ সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন কুবির গণিত বিভাগের শিক্ষক!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৭৪৩ বার পঠিত

নিজ সন্তানকে কোলে নিয়ে প্রায় এক ঘন্টা যাবত ক্লাস নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মারুফ হাসান। রবিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসের সময় নিজ সন্তানকে নিয়ে যান। সহযোগী

অধ্যাপক মারুফ হাসানের স্ত্রী চাকরির ট্রেইনিং এর কাজে ব্যস্ত থাকায় সন্তানকে নিয়ে আসেন তার সাথে। শিক্ষার্থীরা দেখতে পেল এক উজ্জ্বল মানুষ গড়ার কারিগরের উদাহরণ।মারুফ হাসান পারিবারিক জীবনে ও কর্মজীবনে সফল নায়কের উদাহরণ। একজন বাবা সাধারণত একটি

পরিবারকে সূর্যের মতো আলোকিত করে রাখেন। তিনি শিক্ষার্থীদের ও নিজের সন্তানকে আলোকিত করে রেখেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে। দায়িত্বের জায়গায় নিজেকে গুছিয়ে নিয়েছেন অনন্যভাবে।গণিত বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী আলী আহমেদ শ্রাবণ বলেন- ‘স্যার যখন

ক্লাসে প্রবেশ করেন আমরা সবাই অবাক হয়ে যায়। তিনি শুধু একজন দায়িত্ববান শিক্ষক নন পাশাপাশি একজন বাবাও। তিনি আমাদের কথা বিবেচনা করে ক্লাস নিয়েছেন, চাইলে তিনি আজ ছুটিতে থাকতে পারতেন। ওনার মত শিক্ষক পাওয়া খুব দূর্লভ।’গণিত বিভাগের সহযোগী

অধ্যাপক মারুফ হাসান বলেন, ‘আমার স্ত্রীর বার্ডে তিনদিন ব্যাপী ট্রেনিং ছিল। ফলে বাচ্চাকে নিয়ে যাওয়ার কোন সুযোগ ছিল না। আর অন্যদিকে আমার ক্লাস ছিল। তাই শিক্ষক হিসাবে ক্লাস তো মিস দেওয়া যায় না। ফলে সন্তানকে নিয়ে ক্লাস প্রবেশ করলাম।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com