সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এনামুল নামে এক ফার্নিচার শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তুষার নামে এক ব্যক্তি। পরে নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বাঁচার আকুতি জানায়। এ ঘটনায়
তসলিম নামে আরো একজন আহত হয়েছেন।রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই এখলাস উদ্দিন। এর আগে, শনিবার রাতে সাভারের ফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় এ ঘটনা
ঘটে।নিহত এনামুল ফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মিনু মিয়ার ছেলে। তিনি সাভারের নাভানা ফার্নিচারের শোরুমে কাজ করতেন। অভিযুক্ত তুষারকে আটক করা হয়েছে। সে একই এলাকার মোশাররফের ছেলে।
তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।পুলিশ জানায়, রাতে শ্রমিক এনামুল ও তসলিমকে ছুরিকাঘাত করে নিজে একটি বাড়িতে যায় তুষার। সেখান থেকে নিজেই ৯৯৯-এ কল করে বাঁচার আকুতি জানিয়ে বলে- ‘আমাকে
মেরে ফেলবে, আমাকে বাঁচান’। ঐ সময় ঘটনাস্থলেই এনামুল মারা যান। আহত তসলিমকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তুষারকে উদ্ধার করে পুলিশ। পরে তুষারই ছুরিকাঘাত
করেছে জানতে পেরে তাকে আটক করা হয়।সাভার মডেল থানার এসআই মো. এখলাস উদ্দিন বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।