1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
নাটোরে রাইস মিলের ফিতায় জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের - ২৪ ঘন্টাই খবর

নাটোরে রাইস মিলের ফিতায় জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রমজান উপজেলার চন্দ্রপুর বীরবাজার এলাকার মৃত বয়েন আলীর ছেলে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, সকাল থেকেই রাইস মিলে ধান ভাঙানোর কাজ করছিলেন রমজান। একপর্যায়ে চলন্ত মেশিনের ফিতায় আঠা দেয়ার সময় অসাবধানতাবশত তিনি ফিতায় জড়িয়ে যান। এতে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com