1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ধর্মের বিষয়ে প্রতিমন্ত্রীর বেফাঁস কথার তদন্ত করা উচিত: জিএম কাদের - ২৪ ঘন্টাই খবর

ধর্মের বিষয়ে প্রতিমন্ত্রীর বেফাঁস কথার তদন্ত করা উচিত: জিএম কাদের

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬০৯ বার পঠিত

বিজয়ের বাংলা:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কাকতালীয়ভাবে সরকারের একজন প্রতিমন্ত্রী হঠাৎ করে ধর্মের ব্যা’পারে কিছু বেফাঁস কথা বলে ফেললেন। আমি মনে করি, এর পেছনে কিছু আছে কি না, সরকারের পক্ষ থেকে তা গভীরভাবে খুঁজে দেখা উচিত। কারণ তার

কথা এই সময়ে আগুনে ঘি ঢালার মতো। শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি ঢাকা দক্ষিণ আ’য়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা আশা করছি, এপর্যন্ত যা হয়েছে

তা আর বাড়বে না। এই ঘটনা যেন এখানেই শেষ হয়। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। আমরা এটা নিয়ে গ’র্ববোধ করি। আমরা সবসময় একসাথে ছিলাম। সব উৎসব আমরা একসাথে পালন করেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,

আমার এই বয়সে আমি কখনও দুর্গাপূজায় কোনোরকম সমস্যা দেখিনি। আমাদের দেশে একসঙ্গে মন্দিরে পূজা এবং মসজিদে নামাজ হয়। সে সম্প্রীতি নষ্টের জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, কোনো প্রকৃত হিন্দু কিংবা মুসলিম মূর্তির পায়ে কুর’আন রাখতে পারেন না। এটা সাম্প্রদায়িক কিছু নয়। সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে কিছু কুচক্রী মহল এটা করেছে। কারণ,

যখন এই ঘটনা ঘটলো, তখন তা ব্যাপকভাবে প্রচার করা হলো। বিভিন্ন জেলায় যারা আগে
থেকে প্রস্তুত ছিল, তারা স’হিংসতা করে বসল। যারা এটা করছে তারা দেশের শত্রু। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com