নয়বারের মতো ইউরোর শিরোপা জিততে রোববার (৩১ জুলাই) রাতে মাঠে নামছে জার্মানি নারী ফুটবল দল। ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ১০টায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড নারী দল। নারীদের ইউরো
চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে। প্রথম আসরে ফাইনালে উঠে সুইডেন ও ইংল্যান্ড। যেখানে সুইডিশরা শিরোপা জিতে নেয়। ইংল্যান্ড এরপর আরও একবার ফাইনালে খেলেছে। এবার নিয়ে
তৃতীয়বারের মতো ফাইনালে উঠল তারা। জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল। প্রতিযোগিতাটির ১২ আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে আটবার। সেই সংখ্যাটিকে আরও একধাপ ওপরে নিয়ে যাওয়ার সুযোগ
তাদের সামনে। জার্মানি এবার ফাইনালের টিকিট কেটেছে ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া ও ফ্রান্সের মতো দলগুলোকে হারিয়ে। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে ও
সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারায় তারা। প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় জয়টি ডেনমার্কের বিপক্ষে, ৪-০ গোলে। অন্যদিকে ইংল্যান্ড ফাইনাল যাত্রায় হারায় অস্ট্রিয়া, নরওয়ে,
নর্দার্ন আয়ারল্যান্ড, স্পেন ও সুইডেনকে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ ও সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় তারা। অবশ্য ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়টি আসে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫-০ গোলে।