1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
দুঃসংবাদঃ আবারও হাসপাতালে ভর্তি সম্রাট - ২৪ ঘন্টাই খবর

দুঃসংবাদঃ আবারও হাসপাতালে ভর্তি সম্রাট

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

গুরুতর অসুস্থ হয়ে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. কুতুবউদ্দিন।

ডা. কুতুবউদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি নিজ বাসার বাথরুমে পড়ে যান। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন থেকেই সম্রাটের হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা আছে। আমাদের মনে হয়, এসব কারণেই তিনি হঠাৎ বাথরুমে পড়ে গিয়েছিলেন।

পড়ে গেলেও শরিরে কোনো ফ্রাকচার হয়নি জানিয়ে এ চিকিৎসক বলেন, হাসপাতালে আসার পরপরই এক্স-রে করা হয়েছে। কোথাও কোনো জটিল আঘাত বা হাঁড় ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি।

তার হার্টে কোনো সমস্যা হয়েছে কী না জানার জন্যই ভর্তি করা হয়েছে। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com