১৭ বছর পর আসছে সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। সাতটি টি-টোয়েন্টি আর তিনটি টেস্ট খেলবে এই সিরিজে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে
বিষয়টি জানিয়েছে। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্যই সবচেয়ে বড় সিরিজ হতে যাচ্ছে এটি। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর শেষ হবে সিরিজটি। প্রথম চার
ম্যাচ হবে করাচিতে, শেষ তিনটি লাহোরে। সেপ্টেম্বরের এ সফরটি ইংল্যান্ডের পাকিস্তান সফরের প্রথম লেগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ডিসেম্বরে আবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। এছাড়া নিউজিল্যান্ডকেও
দুইবার স্বাগত জানাবে পাকিস্তান। চলতি বছরের ডিসেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড। পরে আগামী বছরের এপ্রিলে পাঁচ ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আবার সেখানে যাবে কিউইরা।