ডাকাতি কিংবা চুরি থেকে রেহাই পেতে ব্যাংকে সিসিটিভি লাগানো হয়। তবে সিটিটিভি চলমান থাকা অবস্থায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতের মুম্বাইয়ে একটি ব্যাংকের কর্মকর্তাকে গুলি করে দিনে-দুপুরে ব্যাংক ডাকাতি করা হয়। গুলিতে আহত
হয়ে ওই ব্যাংক কর্মকর্তা নিহত হন।এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দাহিশার ব্রাঞ্চে এই ডাকাতির ঘটনাটি ঘটে।ব্যাংক ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে
ডাকাতদের শনাক্তের চেষ্টা করছে।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি তাদের আউটসোর্স কর্মকর্তা ছিলেন।খবরে বলা হয়েছে, মুখোশধারী দুজন সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ডাকাতি শেষে তারা পালিয়ে যায়।ব্যাংক ডাকাতির এই
দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, ব্যাংকের ভেতরে মাস্ক পরা দুই ডাকাত ঘুরছে। তাদের একজন সম্ভাব্য ব্যাংককর্মীদের দিকে বন্দুক তাক করে রেখেছে এবং
দ্বিতীয়জন ডেস্কের কাছে গিয়ে অর্থ তুলে নিচ্ছে।ডাকাতির খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।