1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
দিনদুপুরে ছিনতাইয়ের শিকার নিজ ক্যাম্পাসে রাবি ছাত্রী! - ২৪ ঘন্টাই খবর

দিনদুপুরে ছিনতাইয়ের শিকার নিজ ক্যাম্পাসে রাবি ছাত্রী!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭২৯ বার পঠিত

নিজ ক্যাম্পাসেই ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (৩১ ডিসেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মাইশা জান্নাত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে তার বন্ধু মাহমুদ সাকী বলেন, ‘মাইশা তার বাড়ি থেকে ফিরছিল। কাজলা থেকে রিকশায় হলে যাচ্ছে। ওই সময় পিছু নেয় মোটরসাইকেলে থাকা দুই যুবক। রিকশাটি জুবেরি ভবন সংলগ্ন প্যারিস

রোডে এলে মোটরসাইকেলে থাকা এক যুবক মাইশার হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে দ্রুতগতিতে চলে যায়।’তিনি বলেন, ‘ব্যাগে মোবাইল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আমরা বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। সিসি ক্যামেরার ফুটেজে

ছিনতাইকারী দুজনকে দেখা গেছে।’প্রক্টরের দফতরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর একটা ৪৯ মিনিটে ভুক্তভোগী ছাত্রী কাজলা গেট দিয়ে রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশ করেন। তার কয়েক সেকেন্ড পরই মোটরসাইকেল নিয়ে দুই যুবক ক্যাম্পাসে

প্রবেশ করেন। তাদের দুজনের মুখে মাস্ক পরা ছিল। পরে ১টা ৫১ মিনিটে ওই মোটরসাইকেলে থাকা ওই দুই যুবককে প্রথম ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝের রোড দিয়ে চলে যেতে দেখা যায়।ভুক্তভোগী ছাত্রীর দাবি, দুই মিনিটের মাঝেই ওই দুই যুবক

জুবেরি ভবনের সামনে থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর লাইব্রেরির সামনে দিয়ে বিজ্ঞান ভবনের রোডের দিকে চলে যায়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুক্তভোগীর আমাদের কাছে অভিযোগ দিয়েছে। তার

বর্ণনা অনুযায়ী সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে। মতিহার থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’সার্বিক বিষয়ে মতিহার থানা পুলিশের ওসি আনোয়ার আলী তুহিন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com