1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
দারুন সুখবরঃ পরিবহনে হাফ ভাড়া নিয়ে যা বললেন ছাত্রলীগ ! - ২৪ ঘন্টাই খবর

দারুন সুখবরঃ পরিবহনে হাফ ভাড়া নিয়ে যা বললেন ছাত্রলীগ !

  • আপডেট করা হয়েছে: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৮৭৬ বার পঠিত

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় শুধু, এটা তাদের অধিকার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কথা বলেন। আল নাহিয়ান

খান জয় বলেন, আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক। সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাবি করে বলেন, রাজধানীর সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ

জড়িত নন। তিনি বলেন, সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে ছাত্রলীগকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ করেছে, তা মিথ্যা ও বানোয়াট। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের একটি ঘটনাকে ছাত্রলীগের হামলা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এ

ঘটনায় সংবাদপত্র অফিসে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠাবো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, তা সফল করার জন্য মাঠে থেকে চেষ্টা চালাবে ছাত্রলীগ। এ দাবি বাস্তবায়নের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

দেবে ছাত্রলীগের নেতারা। তিনি বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছেস, তা যৌক্তিক। আমরা তাদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেবো। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আমরাও মাঠে থেকে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com