1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
দল থেকে বাদ পড়তে না পড়তেই স্ত্রীকে নিয়ে মালদ্বীপে শান্ত - ২৪ ঘন্টাই খবর

দল থেকে বাদ পড়তে না পড়তেই স্ত্রীকে নিয়ে মালদ্বীপে শান্ত

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সুযোগের পর সুযোগ পেয়েছেন। কিন্তু বারবারই ব্যর্থ! তিনি ভবিষ্যতে আলো ছড়াবেন এই ভেবে আস্থা হারায়নি বোর্ড। কিন্তু আস্থার প্রতিদান আর দেওয়া হলো কোথায়? টানা ব্যর্থতার পর দিনকয়েক

আগেই শুনেন দুঃসংবাদ। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই নাজমুল হোসেন শান্ত। দল থেকে বাদ পড়েই সময়টা কাজে লাগালেন এই ওপেনার। স্ত্রীকে নিয়ে চলে গেলেন অনিন্দ্য সুন্দর দেশ মালদ্বীপে!

এই দ্বীপ দেশটিতেই স্বপ্নের মতো সময় কেটে যাচ্ছে শান্তর। ক্যারিয়ারের এই দুঃসময়টা ভুলিয়ে দিতে স্ত্রী সাবরিন রত্মা তো সঙ্গে আছেনই, পাশাপাশি মালদ্বীপের নীল জল আর আবহাওয়া মন ভাল করে দিচ্ছে তার। সেই ভাল লাগার মুহুর্তের ছবিও শেয়ার

করছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছবি দেওয়া শুরু করেন শান্ত। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান তার ফেসবুক টাইমলাইনে স্ত্রী সঙ্গে একটা ছবি দিয়ে হ্যাশ ট্যাগ দেন ‘ফ্যামিলিটাইম’। সঙ্গে দুটি

লাভ ইমোজি! মঙ্গলবার টাইমলাইনে দেখা যায় আরও কিছু ছবি আর ভিডিও। মালদ্বীপে বেড়াতে গিয়ে সমুদ্রের তলদেশের সম্মোহনে সাড়া না দিলে কি হয়? ব্যস, স্নোনরকেলিংয়ে উপভোগ

করেন সমুদ্রের জলের তলার মায়াবী জগত। এমন সময়টা ছবির ফ্রেমেও বাঁধিয়ে রাখলেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এই ক্রিকেটার। বৃহস্পতিবার সকালটা আরও

যেন সুন্দর হয়ে ধরা দিল নাজমুল হোসেন শান্তর জীবনে। এদিন সকালের নাস্তাটা জলের মধ্যে দাঁড়িয়েই সেরে নিলেন শান্ত-রত্মা! পাশেই চোখে পড়ল সমুদ্রের নীল জলরাশি। চেক ইন

দেখেই নিশ্চিত হওয়া গেছে শান্ত তার স্ত্রী নিয়ে উঠেছেন বিলাসবহুল চেইন হোটেল রেডিসন ব্লু রিসোর্টে। মালদ্বীপে সহধর্মিণীকে নিয়ে খুব আনন্দঘন মুহুর্তই কেটে যাচ্ছে তার। জাতীয় দল থেকে বাদ

পড়া শান্ত হয়তো এই আনন্দ ভ্রমণ শেষেই ফেরার প্রস্তুতি শুরু করে দেবেন। যে অফ ফর্মে আছেন হয়তো আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলেও নাও দেখা যেতে পারে তাকে!

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com