1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
দল চিরদিন ক্ষমতায় থাকবে নাঃ ওবায়দুল কাদের - ২৪ ঘন্টাই খবর

দল চিরদিন ক্ষমতায় থাকবে নাঃ ওবায়দুল কাদের

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০৩১ বার পঠিত

দল চিরদিন ক্ষমতায় থাকবে না, তাই ক্ষমতার দাপট না দেখাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে যোগ দিয়ে

নেতাকর্মীদের এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ত্যাগী লোকদের বাদ দিয়ে পকেট মানি করে নিজেদের পকেটের লোক দিয়ে কমিটি করবে। এই পকেটের লোক দিয়ে আওয়ামী লীগের খারাপ দিনে কোনো কাজে আসবে না। মনে রাখবেন চিরদিন ভালো সময় থাকবে না।

আমরা চিরদিন ক্ষমতায় থাকবো না। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার দাপট দেখাবেন না।আওয়ামী লীগই যদি আওয়ামী লীগের শত্রু হয় তবে বাইরের শত্রুর দরকার হবে না বলেও মনে করেন তিনি। অবশ্য ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে হতাশা জানালেও

ভোটার উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি।দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতি এই আয়োজনের গুরুত্ব বাড়িয়ে দেয়। দলের সাংগঠনিক অবস্থা নিয়ে বলতে গিয়ে নেতাদের কোন্দল আর অনুপ্রবেশ নিয়ে সতর্ক করে দেন ওবায়দুল কাদের।

ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তৃণমূলের মতামত আর যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করলে দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com