বিজয়ের বাংলাঃতৈরি থাকুন, আজ রাতের আকাশেই দেখা যাবে চাঁদের মতো উজ্জ্বল মঙ্গল গ্রহ
মহাকাশ বিজ্ঞানীদের জন্য ভারি মজার মাস এই অক্টোবর। বিশেষ করে রাতের আকাশে তারা দেখার জন্য। এই
মাসে জ্যোতির্বিজ্ঞানীদের সবার চোখ থাকবে মঙ্গলের উপরে। ৬ অক্টোবর থেকে পৃথিবীর বেশ খানিকটা কাছে চলে
এসেছে মঙ্গল। ১৩ অক্টোবর পৃথিবী থেকে সব চেয়ে উজ্জ্বল দেখাবে এই গ্রহকে।১৩ অক্টোবর, মানে আজ মঙ্গল
চলে আসবে পৃথিবীর ঠিক বিপরীতে। এমনিতেই মঙ্গলের মাটির রঙের জন্য এর পরিচিতি লাল গ্রহ হিসেবে।
পৃথিবীর অনেকটা কাছাকাছি চলে আসার ফলে আজ সন্ধে থেকে মঙ্গলকে আরও বেশি উজ্জ্বল এবং লালচে
দেখাবে। টেলিস্কোপ ছাড়া অবশ্য তত ভাল করে বোঝা এবং দেখা যাবে না। তবে আকাশে মেঘ না থাকলে লালচে
ভাব বোঝা যাবে ভালই।কখন চোখ রাখতে হবে টেলিস্কোপে মঙ্গলের দেখা পাওয়ার জন্য?জানা যাচ্ছে, সূর্যাস্তের পর
পূব আকাশে দেখা যাবে মঙ্গল গ্রহ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানাচ্ছে, ১৩ অক্টোবর সারা রাত ধরেই খুব
ভালো ভাবে দেখা যাবে মঙ্গলকে।সূর্য, পৃথিবী এবং মঙ্গল এক লাইনে এলে এবং পৃথিবী সূর্য আর মঙ্গলের মাঝামাঝি
থাকায় এত উজ্জ্বল লাগবে মঙ্গলকে। সূর্য অস্ত গেলেই তাই পূব আকাশে দেখা যাবে মঙ্গলকে। আর মঙ্গল পশ্চিম