1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে ঘোড়া কিনলেন বাংলার যুবক, দিচ্ছেন অন্য বার্তা! - ২৪ ঘন্টাই খবর

তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে ঘোড়া কিনলেন বাংলার যুবক, দিচ্ছেন অন্য বার্তা!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৬৪০ বার পঠিত

বিজয়ের বাংলা:
তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারা বিশ্বের মানুষই কমবেশি বিপাকে। কোথাও আন্দোলন হচ্ছে, আবার কোথাও নীরবে মেনে নেয়া হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। কিনে ফেলেছেন দুটি ঘোড়া। সেগুলো দিয়ে দিব্যি তিনি ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়।

এ অবস্থা দেখে অনেকেই তার কাছে লাইন ধরেছে ঘোড়সওয়ারি শিখতে। বিষয়টা উপভোগ করছেন ওই যুবক। মোটরবাইক নয়, ঘোড়ায় চড়েই ঘুরে বেড়ান অলোক/ভারতে কেন্দ্র থেকে পেট্রল-ডিজেলের শুল্কে ছাড় দেয়া হলেও তা কার্যকরী হয়নি পশ্চিমবঙ্গে। এ নিয়ে ক্ষুব্ধ অনেকেই।

এ অবস্থায় গাড়ির বিকল্প হিসেবে ঘোড়া কিনে ফেলেছেন হুগলির চুঁচুড়া থানার ব্যান্ডেলের বলগড় রোডের বাসিন্দা অলোক কুমার রায়। এর মাধ্যমে পেট্রলের খরচ বাঁচানোর পাশাপাশি বিশ্বকে উষ্ণায়নের হাত থেকে বাঁচানোরও বার্তা দিচ্ছেন তিনি। সেনাবাহিনীর সাবেক সদস্য দীপক

কুমার রায়ের ছেলে অলোক কর্মসূত্রে আট বছর সৌদি আরবে ছিলেন। সেখানে একটি নামকরা কোম্পানির হেভি ইকুইপমেন্ট অপারেটর ছিলেন। করোনাকালে গত বছর দেশে ফিরে আসেন। সৌদি থাকাকালে ঘোড়ায় চড়া শিখেছিলেন তিনি। তেলের মূল্যবৃদ্ধিতে বিপাকে প্রায় সবাই মোটরবাইকপ্রেমী অলোকের একাধিক বাইক থাকলেও জ্বালানির মূল্যবৃদ্ধিতে খরচ দিন দিন বাড়ছিল।

এ অবস্থায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কোনেন, নাম রাখেন রাজু। পরে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে আরেকটি ঘোড়া কেনেন, নাম রাখেন মুসকান।অলোক জানান, প্রত্যেকদিন বাইকের তেলের খরচ লাগত ২৫০ টাকা। তাছাড়া বাইক থেকে পরিবেশের দূষণও হত। তাই ভাবলাম একটা ঘোড়ার পেছনে যদি খাওয়ার খরচ হিসেবে ওই টাকা ব্যয় করা যায় তাহলে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচবে পৃথিবী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com