1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
তিন ভাইয়ের একসাথে যৌথ সামরিক মহড়া শুরু - ২৪ ঘন্টাই খবর

তিন ভাইয়ের একসাথে যৌথ সামরিক মহড়া শুরু

  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৬ বার পঠিত

বিজয়ের বাংলা:
তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া শুরু হয়েছে।আ”জারবাইজানের রাজধানী বা’কুতে চলমান এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘থ্রি ব্রাদার্স-২০২১’ বা ‘তিন

ভাই-২০২১’। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। আ”জারবাইজানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার হেকমাত মিরজায়েফ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ‘কারাবাখকে দখলমুক্ত করার ৪৪ দিন ব্যাপী যুদ্ধে তুরস্ক এবং

পাকিস্তান সহযোগিতা করেছে। এই সহযোগিতার জন্য উভয় দেশকে ধন্য”বাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন,এই তিন দেশের মধ্যে এই প্রথম এই ধরণের মহড়ার আয়োজন করা হয়েছে। এর

ফলে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। তার মতে, এই মহড়ার মধ্যদিয়ে দুই দেশের বিশেষ বাহিনী নিজেদের মধ্যে

অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। তারা আরও বেশি প্রশিক্ষিত হয়ে ওঠবে। গত জুলাই মাসে তিন দেশের সংসদ স্পিকার একটি যৌথ বিবৃতিতে সই করেন। সেখানে তারা পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন।সূত্র-পাসটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com