বিজয়ের বাংলা:
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
তারেক জিয়ার ২ বছর বিনাশ্রম কারাদন্দ, ১০ হাজার টাকা জরিমানা!।২০১৪ইং সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জে’ষ্ঠ্য সহ সভাপতি তারেক রহমান (জিয়া) ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে
যুক্তরাজ্য বিএনপি অনুষ্ঠিত সমাবেশে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং পাক বন্ধুসহ নানা আপত্তিকর বক্তব্য দেন। সেই সংবাদ দেশের বিভ্ভন দৈনিকে প্রকাশিত হয়। নড়াইলের বীরমুক্তিযোদ্ধা মো.শাহাজান বিশ্বাস ওই
সংবাদ পড়ে ক্ষুদ্ধ হন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু’জিবুর রহমানের সম্মান হানী হয়েছে এই মর্ম্মে নড়াইল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ মানহানী মামলা করেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হয়।আসামি পলাতক থাকা
অবস্থায় আদালতের বিচারক জামাতুল মোর্শেদা বৃহ’স্পতিবার বেলা ১১টায় তারেক জিয়াকে ২ বছর বিনাশ্রম কারাদন্দ, ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।সরকার পক্ষে কৌশুলী স’ঞ্জিব কুমার বসু বলেন,
রায়ে বাদী এবং জেলা আওয়ামীলীগ সন্তুষ্ট হয়েছেন আসামি তারেক জিয়া পলাতক থাকা অবস্থায় বিচারক জামাতুল মোর্শেদা এই রায় প্রদান করেন।