বছর তিনেক আগের কথা। ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের
ব্যাপারটি ফাঁস করেছিলেন।নাসিরের আলোচিত সেই ‘সাবেক প্রেমিকাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। কিন্তু তাদের মধ্যে হঠাৎ করেই শুরু হয় ঝামেলা। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে
মুখ খোলেন সুবাহ।গত মঙ্গলবার (৪ জানুয়ারি) বনানীর বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা সুবাহ। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে অঝোরে কাঁদেন এই নায়িকা। তিন দিন যেতে না যেতেই
এবার তাদের একটি ভিডিও প্রকাশ করেছেন সুবাহ। শুক্রবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে সুবাহ ক্যাপশনে লেখেন, সে নাকি বিয়েতে হাসেনি?এই প্রশ্নে উত্তর খুঁজে পাওয়া গেল
ভিডিওটি দেখে। সেখানে দেখতে পাওয়া যায়, ইলিয়াস হাস্যজ্জ্বল অবস্থায় বর সেজে বসে আছেন। পাশে বউ সেজে বসে আছেন সুবাহ। তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। তাদের সঙ্গে
উভয়ই হাসিমুখে কথা বলছেন। এক পর্যায়ে ইলিয়াস-সুবাহর মুখে খাবার তুলে দিচ্ছেন।এ প্রসঙ্গে ইলিয়াস একটি বেসরকারি চ্যানেলের লাইভে কথা বললেও, সুবাহ’র সংবাদ সম্মেলনের পর থেকে তার মুঠোফোন বন্ধ
পাওয়া যাচ্ছে।উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে-অপরকে দোষারোপ করছেন।সুবাহ লাইভে
বলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি আমার মাকে নিয়েও সে অনেক বাজে কথা বলেছে। আমি আর নিতে পারছি না এসব, তাই লাইভে এসেছি। মিথ্যা বলার একটা সীমা
থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হয়েছি। মামলা করেছি; তবে করতে চাইনি। আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি অসুস্থ তাই বেশি একটা কথা বলতে পারছি না।গত ৪ জানুয়ারি বিকেলে এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।