1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  3. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  4. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
তথ্য প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া ফোনালাপটি ২ বছর আগের দাবি ইমনের - বিজয়ের বাংলা |২৪ ঘন্টাই নিউজ

তথ্য প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া ফোনালাপটি ২ বছর আগের দাবি ইমনের

  • আপডেট করা হয়েছে: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ওই অডিও ক্লিপে শোনা যায়, তিনি অশ্লীল ভাষায় নায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করছেন।নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার এই ফোনালাপের সমালোচনা

করছেন অনেকেই। তার এই ফোনালাপটি সঠিক এবং এটা দুই বছর আগের বলে জানিয়েছেন চিত্রনায়ক ইমন। দুই বছর আগের সেই ফোনালাপ নিয়ে এবার মুখ খুলেছেন ইমন।সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। তিনি জানান, ফোনালাপটি সঠিক।

ঘটনাটি দুই বছর আগের।তিনি বলেন, তখন আমরা একটা শুটিংয়ের প্রস্তুতিতে ছিলাম। ছবির নাম ব্লাড। ছবির ডিরেক্টর ওয়াজেদ আলী সুমন ভাইসহ আমরা মিটিং করছিলাম। তখন হঠাৎ উনি (প্রতিমন্ত্রী) আমাকে ফোন দেন। ফোন ধরার সাথে সাথেই উনি বলেন, তুই ফোন ধরস নাই কেন? পরে উনিই আবার ফোন দিয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাটি ২০২০ সালের করোনারও আগের। একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন, আমি কিন্তু বলেছি, হ্যাঁ ভাই আসতেছি। দেখছি ভাই। আমি কিন্তু খারাপ কিছু বলিনি। এরমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, ‘দু’মিনিট ভাইয়া, নামছি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com