ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন ৩৩টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।
থানা ভিত্তিক অনুমোদন হওয়া ওয়ার্ড কমিটিগুলো হলো- খিলগাঁও থানা- ওয়ার্ড-১, ২, ৩। মতিঝিল থানা- ওয়ার্ড-৯। বাসাবো থানা- ওয়ার্ড-৪। মাদারটেক থানা- ওয়ার্ড-৪। সবুজবাগ থানা- ওয়ার্ড-৫, ৭৩। শাহবাগ থানা- ওয়ার্ড-২১। নিউমার্কেট থানা-
ওয়ার্ড-১৮। শাহজাহানপুর থানা- ওয়ার্ড-১২। মুগদা থানা- ওয়ার্ড-৭১। চকবাজার থানা- ওয়ার্ড-২৮, ৩০। সূত্রাপুর থানা- ওয়ার্ড-৪৩, ৪৪। কদমতলী থানা- ওয়ার্ড-৫২, ৫৮, ৫৯। ডেমরা থানা- ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০। ওয়ারী থানা, ওয়ার্ড-৩৯। গেন্ডারিয়া থানা- ওয়ার্ড-৪০, ৪৫। বংশাল থানা- ওয়ার্ড-৩৩, ৩৪, ৩৫। যাত্রাবাড়ী থানা- ওয়ার্ড-৬৪ (পশ্চিম), ৬৪ (পূর্ব)। লালবাগ থানা- ওয়ার্ড-২৩, ২৬।