1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ঢাকায় রোড ডিভাইডারে আবারও উঠে গেলো বাস, নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী! - ২৪ ঘন্টাই খবর

ঢাকায় রোড ডিভাইডারে আবারও উঠে গেলো বাস, নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী!

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৩ বার পঠিত

গুলিস্তান-কাঁচপুর-মদনপুর রুটে চলাচলকারী শ্রাবণ পরিবহনের একটি বাস রাজধানীর গুলিস্তান ফ্লাইওভারের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে শুক্কুর মাহমুদ বাবুল (৪৫) নামে একজন পথচারী মারা গেছেন। অন্তত

দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবুলের মৃত্যু হয়। তিনি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে যান। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন বাবুল। তিনি যুক্তরাষ্ট্রের

নাগরিক বলে জানিয়েছেন বাবুলের বড় ভাই গোলাম মোস্তফা। সেখানে তার প্রথম স্ত্রী থাকেন। ওই ঘরে তার একটি মেয়ে আছে। আর দেশে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি ছেলে সন্তান রয়েছে।মারা যাওয়া শুক্কুর মাহমুদের বাড়ি কুমিল্লার

দাউদকান্দিতে, তবে পরিবার নারায়ণগঞ্জে থাকতো। শ্রাবণ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আর চালক পুলিশ হেফাজতে আছেন।উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বিমানবন্দর সড়কে এনা পরিবহনের বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের উপর উঠে যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com