ট্রাফিক আইন ভা্ঙলেই জরিমানার বদলে মিলবে ফুল। এমন অভিনব নিয়মের ঘোষণা দিয়েছে ভারতের গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙভী। শুক্রবার (২১ অক্টোবর) সুরাটে এই ঘোষণা দেন তিনি। একটি সমাবেশে ভাষণের সময়ে তিনি বলেন,
দীপাবলির উত্সবে গুজরাটের ট্র্যাফিক পুলিশ ২৭ অক্টোবর পর্যন্ত আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে কোনও জরিমানা আদায় করবে না। তিনি বলেন, দীপাবলির সময় আমজনতাকে ছাড় দেওয়ার এই সিদ্ধান্তটি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নির্দেশ অনুযায়ী বলবত্ করা হচ্ছে।
এক-দুই দিন নয়। ২১ অক্টোবর থেকে টানা ২৭ অক্টোবর পর্যন্ত গুজরাটের ট্রাফিক পুলিশ জরিমানা আদায় করবে না। যদি কেউ হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরা পড়েন বা অন্য কোনও ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, পুলিশরা তাঁদের হাতে হাসিমুখে ফুল ধরিয়ে দেবেন, জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, চলতি বছর ডিসেম্বরের শেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন হবে। সমালোচকদের মতে, ভোটের আগে মানুষের মন পেতেই এমন আজব নীতি এনেছে সরকার।