দেশের কথা, ভক্ত-সমর্থকদের কথা, কমিটমেন্টের কথা – ক্রিকেটারদের আরও ভাবা উচিৎ বলে মনে করেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই সাকিব আল হাসানকে
এখন ভাবতে হচ্ছে। সাকিবের সিধান্তে প্রধান নির্বাচক সহ বোর্ড খানিকটা অপ্রস্তুত হয়ে যায় সাকিবের প্রশ্নে। “যেহেতু সাকিব একজন বড় তারকা এবং এই কারণেই বোর্ড তাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। দায়িত্ব হাতে নিতে এবার
তেমনি কিছু শর্ত জুরে দিয়েছেন সাকিব। T-20 অধিনায়ক নিতে সম্মতি দিয়েছেন সাকিব। তবে তিনি অধিনায়কত্ব করতে হলে চান পূর্ণ স্বাধীনতা। ম্যানেজমেন্ট নয়, নির্বাচক নয় দল চান নিজের মতো। এতে নিজে কোনো
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারো হস্তক্ষেপ চান না।এই শর্তমতে বিসিবি রাজি থাকলে নিতে চান টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব। রাজি না হলে
অধিনায়কত্ব নিবে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলেই কঠোর সিদ্ধান্ত নেবে কি না, সেটা এখনই বলা মুশকিল, বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এর আগে বলেছিলেন, বিসিবির সাথে সাকিবের যোগাযোগ
হয়েছে – সাকিব কমিটমেন্ট রাখবেন। কিন্তু এবারে ক্রিকেট বোর্ড আরও একবার অপ্রস্তুত একটা অবস্থায় পড়েছে।ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেছেন, এ নিয়ে কোনও প্রশ্ন না করতে, অন্তত কিছুদিন দিন সময় লাগবে বিসিবির।