স্পিনারদের দারুণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদেশ। ৬৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে জিম্বাবুকে রীতিমতো ভড়কে দেয় সফরকারীরা। তবে রায়ান
বার্লের ঝড়ো ব্যাটিংয়ে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে খেলায় ফেরান বাঁহাতি এই ব্যাটার। বার্লের ৫৪ রানের
ইনিংসে ১৫৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও নুরুল হাসান সোহানের
ইনজুরিতে আবারও দলে ফেরানো হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। দলে ফিরে বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করেছেন তিনি। আফিফ হোসেনের সঙ্গে তিনি যোগ করেন ৩৯ রান। মাহমুদউল্লাহ ব্র্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরের
বল খেলতে গিয়ে কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছেন। পরের বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ
দেন কোনো রান না করেই। ফলে জয়ের পথটা অনেক কঠিন হয়ে যায় বাংলাদেশের। শেষ দিকে নেমে দারুণ খেলেছেন শেখ মেহেদি। তিনি ১৭ বলে ২২ রানের
দারুণ ইনিংস খেলে আউট হয়েছেন।নুয়াচির বলে ডিপ কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সিকান্দার রাজার দারুণ ক্যাচে ফিরেছেন তিনি। শেষ ওভারে হাসান মাহমুদ চড়াও হতে গিয়ে জংউইয়ের বলে ক্যাচ দিয়েছেন রাজার হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে- ১৫৬/৮ (২০ ওভার) (চাকাভা ১৭, আরভিন ২৪, বার্ল ৪৫৪, জংওয়ে ৩৫;, হাসান ২/২৮, মেহেদি ২/২৮) বাংলাদেশ- ১৪৫/৮ (২০ ওভার) (লিটন ১৩, ইমন ২, বিজয় ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, ৩৯*)