1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  3. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  4. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
টানা ৫ ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব! - বিজয়ের বাংলা |২৪ ঘন্টাই নিউজ

টানা ৫ ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব!

  • আপডেট করা হয়েছে: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৫ বার পঠিত

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় র‍্যাব হেফাজতে নেয়া হয় চিত্রনায়ক ইমনকে। প্রায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইমন র‍্যাব সদরদফতর থেকে বের হয়েছেন।মঙ্গলবার রাত ১১ টা ১৫ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত র‍্যাব

সদরদফতর থেকে বের হয়ে যান। র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার পর ইমন র‍্যাব সদর দফতরে গিয়েছিলেন। তারপর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

তিনি জানান, অডিও ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি র‍্যাবও তদন্ত করে দেখছে। এর আগে সোমবার রাতে ইমনকে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com