1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ছয় লাখ ৭৩ হাজার টাকার যাকাত বিতরণ - ২৪ ঘন্টাই খবর

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ছয় লাখ ৭৩ হাজার টাকার যাকাত বিতরণ

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৬০ বার পঠিত

বিজয়ের বাংলা স্টাফ রিপোটার:ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার দুস্থ এবং অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ এবং চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন

করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এমপি। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের

প্রশাসক রেজা-ই-রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু ও ভুটিয়াারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা

আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার ৫৮ জন দুস্থ ও অসহায়দের

মাঝে তিন লাখ ১৮ হাজার, শৈলকুপা উপজেলায় ১৮ জনকে এক লাখ, হরিনাকুন্ড উপজেলা ১০ জনকে ৫৫ হাজার, কালীগঞ্জ উপজেলা ১৬ জনকে ৮০ হাজার, মহেশপুর উপজেলা ১৭ জনকে ৯০ হাজার ও কোটচাদপুর

উপজেলা ৬ জনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। জেলায় মোট ১২৫ জনের মধ্যে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকা বিতরণ করা হয়। যাকাত সংগ্রহ অনুষ্ঠানে যাকাতদাতাগণ ১ লাখ ১০ হাজার টাকার যাকাত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com