1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জেনে নিন কোন গন্তব্যে কত ভাড়া! - ২৪ ঘন্টাই খবর

জেনে নিন কোন গন্তব্যে কত ভাড়া!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৭০১ বার পঠিত

নতুন বাস ভাড়ার তালিকা ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ৯ নভেম্বর থেকে এই নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলের বাস ভাড়ার চার্ট দেখে নিন-
উত্তরা থেকে কাওরান বাজার এখন ভাড়া দিতে হবে ৩৮ টাকা, আগে ছিল ২৯ টাকা।

মতিঝিল থেকে উত্তরা এখন ভাড়া গুনতে হবে ৪৬ টাকা, আগে ছিল ৩৭ টাকা।

শাহবাগ থেকে কলাবাগান কিংবা শাহবাগ থেকে মৎস্য ভবন কিংবা প্রেসক্লাব পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ভাড়া ৭ টাকা।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাসে উত্তরা যেতে গুনতে হবে ৩৯ টাকার বদলে ৪৮ টাকা।

কমলাপুর থেকে মহাখালী যেতে ১৭ টাকার বদলে লাগবে ২১ টাকা।

গুলিস্তান থেকে কাচপুর সেতু পর্যন্ত যাওয়ার ভাড়া এখন ২৮ টাকা, আগে ছিল ২২ টাকা।

গুলিস্তান থেকে মহাখালী যাওয়ার নতুন ভাড়া ১৫ টাকা, আগে ছিল ১০ টাকা।

রামপুরা থেকে মালিবাগ যেতে আগে দিতে হতো ৭ টাকা, এখন লাগবে ১০ টাকা।

মিরপুর ১০ নম্বর থেকে যাত্রাবাড়ী যেতে লাগবে ৪৮ টাকা, যা আগে ছিল ৩৮ টাকা।

ফার্মগেট থেকে ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকায় যেতে এখন লাগবে ১৫ টাকা জনপ্রতি, যা আগে ছিল ১২ টাকা।

নীলক্ষেত নিউমার্কেট থেকে মিরপুর ১০ নম্বর যেতে চাইলে এখন গুনতে হবে ২৫ টাকা, আগে ছিল ১৯ টাকা।

মিরপুর ১ নম্বর থেকে প্রেসক্লাব যেতে এখন গুনতে হবে ২৩ টাকা, যা আগে ছিল ১৯ টাকা।

মিরপুর কালশী কিংবা পল্লবী এলাকা থেকে প্রেসক্লাব যেতে ভাড়া পড়বে ৩৮ টাকা, পূর্বে ভাড়া ছিল ৩২ টাকা।

উত্তরা থেকে মিরপুর ১ নম্বর এখন জনপ্রতি ৪০ টাকা, আগে ছিল ৩২ টাকা।

উত্তরা থেকে মহাখালী যেতে এখন ভাড়া লাগবে ২৫ টাকা, আগে এই রুটে ভাড়া ছিল ১৮ টাকা।

পল্টন থেকে সায়েন্স ল্যাব যেতে নতুন ভাড়া ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ভাড়া ৭ টাকা।

শাহবাগ থেকে গাবতলী যেতে এখন গুনতে হবে ১৭ টাকা, আগে ছিল ১৪ টাকা।

টেকনিক্যাল থেকে সাভার যাওয়া-আসা করতে লাগবে ২৯ টাকা, আগে ছিল ২৬ টাকা।

মহাখালী থেকে শ্যামলী রুটে ভাড়া দাঁড়িয়েছে জনপ্রতি ১৪ টাকা, আগে যা ছিল ১০ টাকা।

যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যেতে আগেও ছিল সর্বনিম্ন ৭ টাকা, এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।

মগবাজার থেকে বনানী যেতে এখন গুনতে হবে জনপ্রতি ১৫ টাকা, আগে ছিল ১২ টাকা।

মোহাম্মদপুর থেকে উত্তরা যেতে ৩০ টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা।

কাকরাইল থেকে বঙ্গবন্ধু এভিনিউ যেতে ভাড়া গুনতে হবে ১০ টাকা, আগে ছিল সর্বনিম্ন ৭ টাকা।

বাবুবাজার সেতু থেকে আব্দুল্লাহপুর যেতে গুনতে হচ্ছে ৫৪ টাকা, আগে ছিল ৪৪ টাকা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com