1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জুমার নামাজে বাংলা খুতবা হচ্ছে যে দেশে! - ২৪ ঘন্টাই খবর

জুমার নামাজে বাংলা খুতবা হচ্ছে যে দেশে!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫৯৯ বার পঠিত

জুমআ নামাজ পড়া আল্লাহ তাআলার নির্দেশ। শুক্রবার জোহরের ওয়াক্তে এ নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে লক্ষ্য করে বলেন- হে ঈমানদারগণ! জুমআর দিন (শুক্রবার) যখন নামাজের জন্য (আজানের মাধ্যমে) আহ্বান করা হয়, তখন তোমরা দ্রুত আল্লাহর

স্মরণে ছুটে চল এবং বেচা-কেনা বন্ধ করে দাও। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্দি করতে পার।’ (সুরা জুমআ : আয়াত ৯) খবর হচ্ছে, কুয়েতে পুনরায় জুমার নামাজে বাংলা ভাষাসহ বিশ্বের ১৫টি ভাষায় খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার

কুয়েতের, জাহারা, সলিবিয়া, ফরওয়ানিয়া, চেপদি, রোমাথিয়া, এলাকার মসজিদ গুলোতে বাংলায় খুতবা পাঠ শুরু হয়। ধারাবাহিক ভাবে পূর্বের চালু থাকা মসজিদগুলোতেও বাংলায় খুতবা পাঠ চালু করবে বলে জানায় দেশটির ধর্ম মন্ত্রণালয়।কুয়েত প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলা

খুতবা পাঠ চালু করাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। করোনা মহামারী সংক্রমণের ফলে ২০২০ সালের ১৩ মার্চ থেকে কুয়েতের মসজিদ গুলোতে জুমার নামাজ বন্ধ ছিলো। দীর্ঘ ৮৭ জুমার পর ১৯ নভেম্বর থেকে পুনরায় বাংলা খুতবা পাঠ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com