1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড দিলেন ইউপি সদস্য - ২৪ ঘন্টাই খবর

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড দিলেন ইউপি সদস্য

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৮৬ বার পঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা কার্ড প্রদান পুর্বক দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করা হচ্ছে। ভাতা গ্রহনকারীরা বলছেন, স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক অর্থের বিনিময়ে তাদের কার্ড করে দিয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যের ভাই লালন মিয়াসহ ওয়ার্ডের সচেতনমহল বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রতনকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিলগাছা গ্রামের ইউপি সদস্য আয়নাল হক নিজ গ্রামের শিহাব উদ্দিন মন্ডলের স্ত্রী সকিনা খাতুন এবং একই গ্রামের এনামুল হক তুজামের স্ত্রী হাসনা বেগমের কাছ থেকে টাকা নিয়ে স্বামী জীবিত থাকাবস্থায় বিধবা কার্ড করে দেন। এরপর থেকেই দুজন দীর্ঘদিন যাবত ভাতা উত্তোলন করছেন।

সরেজমিনে বিধবা কার্ডধারী সকিনা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, আমার শ্বাশুড়ীর নামে বিধবা কার্ড ছিল। তিনি মারা যাবার পর ইউপি সদস্য আয়নাল হক দুই হাজার টাকা নিয়ে আমার নামে কার্ড করে দিয়েছেন।

আরেক বিধবা কার্ডধারীর ছেলে জানান, বাবা অসুস্থ থাকায় ইউপি সদস্য আয়নাল হক মায়ের নামে বিধবা কার্ড করে দিয়েছেন। বিষয়টি অন্যায় হয়েছে স্বীকার করে জানান, আমরা কার্ডটি ফেরত দিয়ে দিবো।

এ বিষয়ে ইউপি সদস্য আয়নাল হক অন্যান্য অভিযোগ অস্বীকার করলেও জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড দেয়ার কথা স্বীকার করে জানান, কার্ড করার জন্য টাকা-পয়সা নেয়নি। এমনিতেই কার্ড দুটি করেছিলাম। এখন কার্ড দুটি ওই নারীদের দিয়ে ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে কোন কিছু লেখার দরকার নেই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com