জিহ্বা এবং লজ্জাস্থান— মানবদেহের সেন্সেটিভ দুইটি অর্গান। কমন সেন্সের অভাবে, ক্ষমতার দাপটে এবং যৌবনের তাড়নায় এই দুটি অঙ্গের অপপ্রয়োগ নিমেষেই ইহকাল এবং পরকালকে বরবাদ করে দিতে পারে। আর সঠিকভাবে জিম্মাদারিত্ব বজায় রাখলে
তা উভয় জগতের মুক্তির মাধ্যমও হতে পারে। এখন সিদ্ধান্ত আপনার। সময়ের ব্যবধানে ক্ষমতার দাপটে দাম্ভিকতার সাথে কথা বলা চটুল জিহ্বা একদিন অসাড় হয়ে যাবে, রং ধরা যৌ’বনও
জং ধরে শেষ হয়ে যাবে। তবুও আমরা বুঝতে চাই না। ডুবে থাকি রঙ্গিন মোহে। ইসলাম এমন এক ধর্ম যেখানে মানুষের সাথে হাসিমুখে কথা বলা এবং স্বামী-স্ত্রীর একান্ত সময় কাটানো—
দুটোই সাদাকাহ। একই অঙ্গ দিয়ে কেউ সাওয়াবের পাহাড় গড়ে, কেউ পাপের পাহাড়। কেউ তার রবের নৈকট্য হাসিল করে, কেউ কামায় ক্রোধ। সিদ্ধান্ত পুরোটাই আপনার।সূত্র-আজহারির পেজ।