মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:জালে আটকা পড়ল এক বিলুপ্ত প্রজাতির পেঁচা।এবার হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়ির ছাদবাগানের জালে বিলুপ্তপ্রায় প্রজাতির বড় আকৃতির একটি পেঁচা আটকা পরে। উপজেলার বেলঘর গ্রামের সৈয়দ ফরহাদের বাড়ির ছাদে আবাদ করা ফল এবং সবজি
বাগানের জালে সোমবার রাতে পেঁচাটি আটকা পরে।সা’রারাত কুয়াশা ও প্রচন্ড শীতে পেঁচাটি দুর্বল হয়ে যায়। পরদিন (মঙলবার) সকাল ১০টায় ছাদে গিয়ে
পেঁচাটি দেখতে পান ফরহাদ । খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী ভীড় জমায়। এর মধ্যে গ্রামের পশু ডাক্তার সৈয়দ শামীম এসে বিলুপ্ত প্রজাতির পেঁচাটি উদ্বার
করেন। চিকিৎসা দিয়ে এবং সেবা-যত্ন করে পেঁচাটিকে সুস্থ করে তুলেন তিনি।পরে এটি অবমুক্ত করলে ডানা মেলে উড়ে যেতে সক্ষম হয়।সূত্র-যুগান্তর।