1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ স্কুলছাত্র - ২৪ ঘন্টাই খবর

জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ স্কুলছাত্র

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ বার পঠিত

মানিকগঞ্জে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন আট স্কুলছাত্র। শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এই নামাজ আদায় করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আট স্কুলছাত্রের হাতে সাইকেল তুলে দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে এই বাইসাইকেল দেয়া হয়। এভাবে পর্যায়ক্রমে মোট ৪০ জনকে বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। আব্দুর রাজ্জাক জানান, শিশুদের

মসজিদমুখী করতেই এমন উদ্যোগ নিয়েছেন। এতে শিশুরা অনেক খুশি হয়েছেন। তাদের খুশি দেখে নিজেরও অনেক ভালো লাগছে বলে জানান আব্দুর রাজ্জাক।

নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোমলমতি শিশুরা। খুশি হন তাদের অভিভাবকরাও। এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান,

স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য সহিজ উদ্দিন আদু, মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com