বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তর্কের জেরে রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় সোমবার রাতে মাইনুদ্দিন ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এ ঘটনার পরই চলতি বছরের ২৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইনুদ্দিনের দেওয়া
একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘ঠিক ততটা আঁধারে হারিয়ে যাব, যতটা আঁধারে হারালে কেউ সন্ধান পাবে না।’সোমবার রাতে মাইনুদ্দিন ইসলামের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই অনেকে সেই স্ট্যাটাসে কমেন্টস করা শুরু করেন।
মুহূর্তেই তার স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।মাইনুদ্দিনের বন্ধু তালিকায় থাকা আবদুল আজিজ পাটোয়ারী লিখেন, এই কথাটা আজ সত্যি হলো।
জান্নাতুল মিষ্টি নামে আরেকজন লিখেন,
সত্যি হারিয়ে গেল সমাজের কালো অন্ধকারে। মায়ের কোল থেকে চিরকালের দূরত্বে, বাবার সংস্পর্শের বাইরে। ভাই-বোনের থেকে অনেক দূরে বন্ধুদের মাঝে থেকেও হারিয়ে গেলে। এ দায়ভার কার? কবে বুঝব আমরা।