1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আজ - ২৪ ঘন্টাই খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৭ বার পঠিত

বিজয়ের বাংলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের মতো বিষয়গুলো।

প্রধানমন্ত্রীর ভাষণে আরও অগ্রাধিকার পাবে খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন।

প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর ইউএনজিএ জেনারেল ডিবেটের প্রথম দিন অংশ নেন। এ অধিবেশন ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ইউএনজিএর অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন। এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ। শেষ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুস্মরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

ইউএনজিএর ৭৬তম অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়। ওই দিন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের আব্দুল্লাহ শহিদ শপথ নেন এবং তিনি বর্তমান অধিবেশন উদ্বোধন করেন।

শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান নীতিনির্ধারণী এই বৈঠকে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com