1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জাতিসংঘে দেয়া ভাষণে আফগানিস্তানকে সহায়তা করার ঘোষণা দিলেন এরদোগান - ২৪ ঘন্টাই খবর

জাতিসংঘে দেয়া ভাষণে আফগানিস্তানকে সহায়তা করার ঘোষণা দিলেন এরদোগান

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৮ বার পঠিত

বিজয়ের বাংলা:
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের ভাষণে আফগানিস্তানকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রে”সিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, আফগানদের প্রয়োজনে তুরস্ক তার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা চালিয়ে যাবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ওই ভাষণে তিনি এই ঘোষণা দেন। এরদোগান বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে, কীভাবে বাস্তবতাকে উ”পেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ

হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবিলা করতে বাধ্য করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় মানুষের ম’র্যাদা রক্ষা করা দেশ হিসেবে আমাদের নতুন করে

শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় বা ধৈর্য নেই। তুরস্ক নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবে না। জানা যায়, তুরস্কে এক লাখ ৮২ হাজার নিবন্ধিত আ”ফগান শরণার্থী রয়েছে। দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা

এক লাখ ২০ হাজার। বর্তমানে তুরস্কে ৪০ লাখেরও বেশি শরণার্থী রয়েছে। এর মধ্যে সিরায়ার সুন্নি মুসলিমদের গণহ’ত্যার খলনায়ক ও স্বৈরশাসক বাশার আল আসাদের বোমা হামলায় প্রাণ বাঁচাতে দেশটি থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি।সূত্র-ইনসাফ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com