1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
জরুরি খবরঃ স্কুল-কলেজের সব সভা যেভাবে! - ২৪ ঘন্টাই খবর

জরুরি খবরঃ স্কুল-কলেজের সব সভা যেভাবে!

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৫৩ বার পঠিত

দেশের সব মাধ্যমিক স্কুল, উচ্চমাধ্যমিক কলেজ এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সব সভা ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান, জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং আঞ্চলিক কার্যালয়ে

পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় তার অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে সব সভা ভার্চুয়াল মাধ্যমে আয়োজনে নির্দেশ দেয়া হয়েছিলো। সে নির্দেশনায় বলা হয়েছিলো, জ্বালানি সাশ্রয়ে অনিবার্য না হলে

শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করে ভার্চুয়ালি সভা আহ্বান করা প্রয়োজন। এ অবস্থায় একান্ত অপরিহার্য না হলে জ্বালানি সাশ্রয়ে শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি সভা আহ্বানের জন্য অধীনস্থ দপ্তর সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিলো শিক্ষা

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের জারি করা আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা

অফিস এবং অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের স্কুল-কলেজের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com