বিজয়ের বাংলা
ছেলের ইমামতিতে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা সরোয়ার সাঈদী।ছেলের ইমামতিতে, লাখো মানুষের জানাযা শেষে দা’ফন করা হয় উপমহাদেশের প্রখ্যাত এই আলেমে দ্বীনকে।ঘা’তক করোনা কেড়ে নিয়েছে আড়াইবাড়ি দরবার শরিফের পীর
আল্লামা গোলাম সারোয়ার সাঈদীকে। , উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী কিছু দিন আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার
এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি গত শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে ওই হাসপাতালে ই’ন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির, গবেষক,
ব্রাহ্মণবাড়িয়ার কসবার আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ এবং আড়াইবাড়ি দরবার শরিফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদীর জানাজা এবং দা’ফন সম্পন্ন হয়েছে।
জানাজায় অংশ নেন দেশবরেণ্য ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী-পেশার লাখো মানুষ।শনিবার বাদ আসর আড়াইবড়ি কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা
শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন বাবা এবং দাদার কবরের পাশে তার লা’শ দাফন করা হয়।এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ি পৌঁছে।
এসময় লা’শবাহী গাড়ি ম’রহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আল্লামাকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এসময় শোকাহত
জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অ’বতারণা হয়।
বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা
ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পাশের ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ
নেন।জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান।
জানাজা-পূর্ব বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান,
প্রখ্যাত আলেমে দীন আল্লামা কামালুদ্দিন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, সোনাকান্দার পীর মাওলানা মাহমুদুল হাসান, নাগাইশের
পীর মাওলানা মোস্তাক ফয়েজী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার জীবন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।