1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ছয় ঘণ্টা পর ড্রেন থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার - ২৪ ঘন্টাই খবর

ছয় ঘণ্টা পর ড্রেন থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৬৬৫ বার পঠিত

বিজয়ের বাংলা: রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয় ঘণ্টার চেষ্টার পর বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে পৌনে নয়টার দিকে মিরপুরের কালশী ড্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালশী ব্রিজের নিচে গোসল করছিলেন তিনি। ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে ধারণা এলাকাবাসীর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালশীতে অবস্থিত বাইশ তলা গার্মেন্টসের পাশের একটি ড্রেনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছয় ঘণ্টা চেষ্টা করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাদিয়া নামের এক কলেজছাত্রী। নিখোঁজের ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com