১৫৬ রান তাড়ায় দ্রুতই ফিরলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। আগের বলেই যিনি মেরেছিলেন চার। সেটিও ছিল লেগ স্টাম্প লাইনেই। দ্বিতীয় ওভারেই লিটনকে হারিয়ে ফেলল বাংলাদেশ। ৬ বলে লিটন করেছেন ১৩ রান।
নিয়াউচির বলটা স্লটে পেয়েছিলেন, তবে তুলে মারতে গিয়ে মিড অনে ধরা পড়লেন পারভেজ হোসেন। আন্তর্জাতিক অভিষেকে পারভেজ টিকলেন ৬ বল, ২ রানের বেশি করতে
পারেননি তিনি। লিটনের পর পারভেজ-বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যানই নিয়াউচির শিকার। এদিকে বিজয় এবারও ব্যর্থ। গুরুত্বপূর্ণ সময়ে বোল্ড হলেন ১৩ বলে ১৪ রান করে। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।