1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
চিরকুটে ৪ জনের নাম লিখে কলেজছাত্রের রহস্যজনক আ'ত্ম'হ'ত্যা - ২৪ ঘন্টাই খবর

চিরকুটে ৪ জনের নাম লিখে কলেজছাত্রের রহস্যজনক আ’ত্ম’হ’ত্যা

  • আপডেট করা হয়েছে: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১২৮০ বার পঠিত

বিজয়ের বাংলা:
রাজশাহীতে চিরকুটে চারজনের নাম লিখে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যে চারজনের নাম চিরকুটে লেখা হয়েছে তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি। মৃ’ত যুবকের নাম মারুফ হোসেন আকাশ (২২)। তিনি রাজশাহীর কাটাখালী থানার কুখণ্ডি এলাকার

আবু তালুকদারের ছেলে। পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মারুফ। মৃত্যুর আগে ওই যুবক চিরকুটে চারজনের নাম লিখে যান। তারা হলেন- রবিন, হৃদয়, সজল ও জুয়েল। এদের নামের নিচে লেখাছিল (আমার মৃত্যুর জন্য দায়ী)। আরও

লিখেছেন, ‘মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।’ পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে চার যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নিয়েছে। শুক্রবার সকালে মোবাইল ফেরত চাইতে গেলে তাকে মারধরও করা হয়।

দুপুরে বাড়ি ফিরে মারুফ তার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান আরটিভি নিউজকে চিরকুট পাওয়ার কথা স্বীকার করে বলেন , চিরকুটে যে নামগুলো লেখা রয়েছে তাদের সঙ্গে মারুফের কি সম্পর্ক ছিল, কেন তিনি তাদের মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছে সব বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com