1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর হাসপাতালের লিফটের নিচে মিলল ‘মুক্তিযোদ্ধার’ - ২৪ ঘন্টাই খবর

চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর হাসপাতালের লিফটের নিচে মিলল ‘মুক্তিযোদ্ধার’

  • আপডেট করা হয়েছে: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৯ বার পঠিত

মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে (সামেক) যান সৈয়দ আলী মণ্ডল (৮৬) নামে এক মুক্তিযোদ্ধা। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও

কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকে ৫ দিন নিখোঁজ থাকার পর সামেক লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের একটি অকেজো লিফট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সৈয়দ আলী মণ্ডল সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম। জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মণ্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকে তিনি নিখোঁজ

ছিলেন। এঘটনায় বুধবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওসি জানান, লিফটটি অকেজো। তবে প্রাথমিকভাবে ধারণা করছি এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com