1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
চার লাখ টাকায় জা'বিতে ভর্তির চুক্তি, সাক্ষাৎকার দিতে এসে চরম ধরা! - ২৪ ঘন্টাই খবর

চার লাখ টাকায় জা’বিতে ভর্তির চুক্তি, সাক্ষাৎকার দিতে এসে চরম ধরা!

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৮৫২ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। তার নাম মোস্তফা কামাল (১৯)। বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করেছে ওই শিক্ষার্থীকে। বুধবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের

গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ থেকে তাকে আটক করা হয়।আটক মোস্তফা কামালের গ্রামের টাঙ্গাইল জেলার তাড়ুটিয়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে জালিয়াতির মাধ্যমে চান্স পাওয়া মোস্তফা কামালের ভর্তি পরীক্ষার মেরিট পজিশন আসে

৩০০ তম। আটককৃত মোস্তফা কামাল বলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেহেদী ভাইয়ের মাধ্যমে দুই বন্ধু আশিক ও ফরহাদ ডি ইউনিটে ৭৯ ও ২৪৯তম হয়েছে। তাদের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী ভাইয়ের সাথে আমার পরিচয় হয়।

পরবর্তীতে তার সাথে ৪ লাখ টাকার বিনিময়ে জাবিতে চান্স পাইয়ে দেওয়ার চুক্তি হয়। পুরো টাকা তাকে পরিশোধ করেছি।বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ থেকে তাকে আটক করি। সে তার

অপরাধ স্বীকার করেছে। আমরা ডীন মহোদয়কে অবগত করে প্রক্টর অফিসে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। পরবর্তীতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে। পাশাপাশি জালিয়াতি চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com