বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা। তারা হলেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা উপ-সচিব মো. আলমগীর কবিবের সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
অপরদিকে একইভাবে পৃথক প্রজ্ঞাপনে চার উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৩১ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক স্মারকে জানানো যাচ্ছে যে, সুপিরিয়ন সিলেকশন বোর্ডের ২০২৩ সালের ২২ জানুয়ারি তারিখের সভার (২০২৩ সালের প্রথম) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি সময় অনুমোদন করেছেন।
সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে। সুপারিশকৃত দুই অতিরিক্ত আইজিপি হলেন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
অন্যদিকে একইভাবে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চার উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান এবং ডিএমপির ডিআইজি পদমর্যাদার অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।