1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ঘুমের মধ্যে সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু - ২৪ ঘন্টাই খবর

ঘুমের মধ্যে সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৬ বার পঠিত

বিজয়ের বাংলা: নাটোরের বাগাতিপাড়ায় রহিমানপুরের মণ্ডল পাড়ায় ঘুমের মধ্যে সাপের ছোবলে হালিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত হালিমা বেগম ওই গ্রামের মৃত খেড়ু মণ্ডলের স্ত্রী।

হালিমা বেগমের নাতি আকাশ আহম্মেদ জানান, সোমবার দিবাগত রাতে নিজের টিনের ছাপরা ঘরে শুয়ে ছিলেন হালিমা বেগম। রাত আড়াটার দিকে কিছু একটা কামড় দিয়েছে এমন চিৎকার দিলে দুই ছেলে লালন ও মধু দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করেন।

এসময় হালিমা বেগমের পায়ে কামড়ে ধরে বিষধর সাপকে জড়িয়ে থাকতে দেখেন। সে সময় লাঠি দিয়ে সাপটিকে তারা মেরে ফেলেন। এরপর স্থানীয় ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করা হয়। অবস্থা বেগতিক হলে ভোর রাতে হাসপাতালে নেওয়ার পথে হালিমা বেগম মারা যান। পরে মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে রহিমানপুর সামাজিক কবরস্থানে তাতে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com