1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
‘ঘটনার দায় নিতে চান না মরিয়ম মান্নান’ - ২৪ ঘন্টাই খবর

‘ঘটনার দায় নিতে চান না মরিয়ম মান্নান’

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৯ বার পঠিত

মরিয়ম মান্নার মা নিখোঁজ ঘটনা সারাদেশে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। আলোচনার অবসান ঘটিয়ে জানা গেলে তার মাকে কেউ অপহরণ করনেনি। খুলনায় অপহরণ-নাটকের হোতা গৃহবধূ রহিমা বেগম এবং

তার সন্তানদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নগরীর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে ঘটনার দায় নিতে চান না রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান।

খুলনার মহেশ্বরপাশার বণিকপাড়ার বাড়ি থেকে গত ২৭ অগাস্ট নিখোঁজ হন ৫৫ বছর বয়সী রহিমা বেগম। এরপর থেকে তার সন্ধান করছিলেন তার মেয়ে মরিয়ম মান্নানসহ

চার বোন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ফেসবুকে মরিয়ম মান্নানের আবেগঘন পোস্ট ও ছবি সবার হদয় ছুঁয়ে যায়। উদ্ধারের পর ঘটনা অন্য দিকে মোড় নেয়।

অন্যদিকে, ঘটনার দায় নিতে চান না মরিয়ম মান্নান। এতদিন তার মাকে তুলে নেওয়ার অভিযোগ করলেও এটিকে আর অপহরণ মনে করছেন না তিনি। এদিকে ঘটনাটি খতিয়ে

দেখতে একজন কর্মকর্তাকে বান্দরবানে পাঠানো এবং ওই গৃহবধূর তৃতীয় স্বামী বেলাল হাওলাদারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মরিয়ম মান্নান গণমাধ্যমকে বলেন, আমরা যদি জানতাম মা অন্তর্ধানে গেছেন, তাহলে তাকে খুঁজতে এত জায়গায় যেতাম না। আমাদের ওপর মায়ের

অভিমান-অভিযোগ ছিল। তাই মা ভাবেননি, আমরা তাকে এভাবে খুঁজব। তবে তার কোনো ভুল বা অপরাধের দায় তো আমাদের হতে পারে না। তা ছাড়া আমার ফেসবুক আইডিও এখন নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে।

পিবিআই খুলনার সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ২৪ সেপ্টেম্বর উদ্ধারের সময় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন রহিমা বেগম। সুস্থ মানুষ হিসেবেই পরদিন তিনি আদালতে জবানবন্দি দেন। তাকে এখন

মানসিক ভারসাম্যহীন দাবি করলে তা পরীক্ষার করতে মেডিকেল বোর্ড গঠনের জন্য আদালতে আবেদন জানানো হবে। একই সঙ্গে অপহরণের মামলা মিথ্যা প্রমাণ হলে বাদীপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com