ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপ দিয়ে বিশ্ব মঞ্চে পা রাখা এই তারকা কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে টানা চার আসরে গোল করার রেকর্ড
গড়েছেন। ম্যাচের ১০ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোলেই ২০১০, ২০১৪, ২০১৮ আসরের পর ২০২২ আসরেও গোলে খাতা খুলেছেন মেসি। এর আগে ডিয়াগো ম্যারাডোনা
ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ও ১৯৯০ সালের আসরে গোল করেছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা একটিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
একটির ফাইনালে হেরেছিল। গ্যাব্রিয়েল বাতিস্তুতা আলবিসেলেস্তেদের হয়ে ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। এবারই আর্জেন্টিনা প্রথমবার ৩৪ এর উপরে চার খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলছে। মেসি, ওটামেন্ডি, ডি মারিয়া ও পাপ্পু গোমেজ ওই চার খেলোয়াড়।