এশিয়া মহাদেশের ক্রিকেটের সবথেকে বড় আসর এশিয়া কাপ। এশিয়া কাপ মানে এশিয়ার ক্রিকেট ভক্তদের জন্য এ এক অন্য বিশ্বকাপের স্বাদ। এশিয়া মহাদেশের সবথেকে সম্মান জনক টূর্নামেন্ট
ধরাহয় এই এশিয়া কাপকে। এই টূর্নমেন্টে এশিয়ার সকল ক্রিকেট দল অংশ গ্রহন করে থাকে। এর মদ্ধে অন্যতম একটি দল হচ্ছে বাংলাদেশ। বিগত তিন আসরের ফাইনাল খেলে আসছে এই দল। তবে এবারের আসরে বাংলাদেশ দল ফাইনাল খেলতে
পারবে কিনা সেটা নিয়ে এখন রয়েছে বেশ শঙ্কা। পরিসংখ্যা বলছে এবার বাংলাদেশের এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পরার সম্ভাবনা বেশি। কারনটা স্পষ্ট করে বলছি। বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা,
আফগানিস্তান এবং কোয়ালিফায়ার ১ এর দলকে নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রথম গ্রুপে বাংলাদেশ,শ্রীলংকা এবং আফগানিস্তান রয়েছে। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত,পাকিস্তান এবং
কোয়ালিফায়ার একের দল। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে প্রতিটি দল একজন আরেকজনের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। নিঃসন্দেহে ভারত,
পাকিস্তানের তুলনায় বেশ কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলংকা এবং আফগানিস্তান দুটি দলই শক্তিমত্তায় টাইগারদের চেয়ে বেশ এগিয়ে। সুপারফোরে উত্তীর্ণ হওয়ার
জন্য কমপক্ষে একটি ম্যাচ জিততেই হবে টাইগারদের। টি-টোয়েন্টিতে বর্তমানে যে নাজেহাল অবস্থায় রয়েছে টিম বাংলাদেশ, তাতে বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরোতে না পারলেও অবাক হওয়ার কিছু নেই। তবে ম্যাচ
প্র্যাকটিসের জন্য হলেও শীর্ষ চারে খেলতেই হবে টাইগারদের। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর সুখ স্মৃতি রয়েছে টাইগারদের। আর সাম্প্রতিক পারফরম্যান্স এবং টি-টোয়েন্টির বিচারে আফগানরা এগিয়ে থাকলেও। বড় আসরে
আফগানদের বিপক্ষে অধিকাংশ ম্যাচে টাইগাররাই শেষ হাসিটা হেসেছে। বড় আসরে ভালো করার ক্ষেত্রে ঐতিহ্যের একটি ব্যাপারও রয়েছে। নিশ্চিতভাবেই ঐতিহ্যগত দিক থেকে আফগানদের
চেয়ে বেশি এগিয়ে টাইগাররা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উত্তীর্ণ হওয়াটাই হবে টাইগারদের একমাত্র লক্ষ্য। তার ওপর যদি ফাইনাল খেলার সুযোগও চলে আসে, সেটা হবে সোনায় সোহাগা।