রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কাজের অভিযোগে নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় এ অভিযান
চালানো হয়। অভিযানে আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব স্পা সেন্টারে স্পা না করে পতিতাবৃত্তি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান
চালানো হয়। দেখা যায়, স্পা সেন্টারগুলোতে চলছিল দেহব্যবসা। পরে স্পা সেন্টার থেকে ২৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ২ অক্টোবর রাতে গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাত নারী ও দুজন পুরুষকে আটক করা হয়।