গুলশানের আবাসিক ভবনে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।
তিনি বলেছেন, আমি আশ্বস্ত করতে চাই, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে। আমি আগুন নির্বাপণকেই প্রায়োরিটি দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এখন তল্লাশি চালাবো। প্রথমে পানির সোর্স ছিল না, আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি
এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।
আগুন লাগার পর ভবনের সপ্তম তলা থেকে চার জন লাফিয়ে পড়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বাকি তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাত ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ভবনের লাগা আগুনের লেলিহান শিখা অনেকটাই কমেছে। যে ফ্লোরে প্রথম আগুন লেগেছে সেখানে প্রবেশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯, মহিলা ১২, শিশু একজনকে নামিয়ে আনা হয়েছে।